_HTML_




 #ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
#post no:008
"HTML"
HTMLকোনো প্রোগ্রামিং ভাষা নয়।।
এর পূর্ণরুপ হল Hypertext Markup Language.
....Markup হল কতকগুলো বিশেষ চিহ্ন...
সংঙ্গা:HTMLহলো একটি মার্কআপ ল্যাংগুয়েজ,টেক্সটভিত্তিক ল্যাংগুয়েজ যা ওয়েবপেইজ তৈরির কাজে ব্যবহার করা হয়।
ইংরেজ পদার্থবিদ টিম বার্নাস লী ১৯৮০ সালে এই ভাষার প্রাথমিক রূপ প্রদান করেন।
টেক্সট এডিটর ব্যবহার করে ওয়েবপেইজ এর জন্য HTMLফাইল তৈরি করা যায় এবংHTMLফাইলের এক্সটেনশন হল .html অথবা .htm
HTMLএর সুবিধা
১।HTMLভাষা শেখা সহজ,ফরমেটিং করা সহজ,এডিট করা সহজ।
২।এটি প্রায় সবধরনের ব্রাউজার সাপোর্ট করে।
৩।windowsএর সাথেfree editorআছে।
৪।এটি ব্যবহার বান্ধব(user friendly)
৫।এটি একটি ওপেন টেকনোলজি
৬।HTMLদিয়ে তৈরি করা ওয়েবপেইজ রক্ষনাবেক্ষন এবং আপডেট করা সহজ।
৭।HTMLদিয়ে তৈরি করা ওয়েবপেইজ লোড করতে কম সময় লাগে।
৮।HTMLদিয়ে তৈরি করা ওয়েবপেইজের সাইজ কম হওয়ায় হোস্টিং স্পেস কম লাগে তাই এটি মূল্য সাশ্রয়ী।

আগামীকাল ট্যাগ বা নির্দেশক পোস্ট করব......


Comments